কলমে: গোলাম সরোয়ার খান
দেশটা জুড়ে মেঘ জমেছে
ঝড়ের আশংকা
নিজের ঘরে প্যালা দিয়ে
বাজাইও না ডংকা।
ঝড় নয়তো শুধুই বাতাস
ভাইরাসে ভরা,
একক ভাবে বাঁচতে চাইলে
সবাই খাবে ধরা।
অমানুষ নামের ভাইরাস গুলো
সমাজ ছেয়ে গেছে,
রাহাজানি চুরি ডাকাতি খুন খারাপি
ধর্ষণ বেড়ে দিছে।
সবাই মিলে সোচ্চার হয়ে প্রতিরোধ
গড়ে তুলবে
এই সমাজে বসবাস করে শান্তি
তবেই মিলবে।
এখনি সময় ঘুরে দাঁড়াবার
অন্যায়ের প্রতিবাদ করার,
সকল মানুষের আদায় করিতে
ন্যায্য অধিকার।