সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

কবিতা: এখন = কবি: আফজাল হোসেন

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১ Time View

’কবিতা’ এখন অন্যের ঘরে

অন্যের বিছানায়।

‘কবি’ তার স্মৃতি রোমন্থন করে

কাব্য লিখে যায়।

বেকার কবিকে দেয়নি বিয়ে

কবিতার বাপ-মায়।

চাকরিজীবি বরের সাথে

কবিতার বিয়ে হয়।

কবিতা এখন অন্যের ঘরে,

অন্যের দখলে,

কবিতাকে রাখছে খুশি

টাক্ মাথা বরে।

ঢাকা শহরের অট্টালিকায়

কবিতার বসবাস,

কবিতা বিরহে ঝাকড়া চুলে

কবি হয় দেবদাস’। ‘

কবিতা’ যখন অন্যের ঘরে

হেসে লুটোপুটি খায়;

বিরহী কবি তখন অশ্রু ঝরায়,

না পাওয়ার যন্ত্রণায়।

কবিতা এখন অন্যের ঘরে

ছেলে মেয়ে সামলায় ;

ভবঘুরে কবি পার্কে বসে

ছন্দ চষে যায়।

কবিতা এখন অন্যের ঘরে

অন্যের বিছানায়,

কবিকে ভুলে দিব্যানন্দে

হেসে খেলে কাটে দিন;

কবি তখনও কবিতা বিরহে

নিরানন্দ বিমলিন।

কবিতা হলো কল্পলোকের

তুলিতে আঁকা আট ;

কল্পনা আর বাস্তবতার

আকাশ-পাতাল তফাৎ।

কবির কল্পনায় রচিত কবিতায়

কবিতা হয় বাস্তবমুখী,

বাস্তব কবিতা তাইতো এখন

কবিকে ছাড়াই সুখী।

আবেগ দিয়ে কবিতা হয়,

সংসার হয়না;

কবির ভাগ্যে ‘প্রমিলা’ জোটলেও ‘

নার্গিস ‘ আসেনা।।

কবিতার চেয়ে স্বাবলম্বিতা

বেশি জরুরি বটে,

স্বাবলম্বী হলে শত কবিতা

এমনিতেই এসে জোটে।

শব্দ অলংকারে কিংবা

স্বর্ন অলংকারে,

যে ধনেই হোক কবিকে

ধনী হতে হবে।

স্বাবলম্বী-ধনী যে,

সবার শিরোমণি সে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102