কলমে: নিয়াজ আহম্মদ
বাবা, এতিম কাকে বলে জানো?
আমি বলছি বাবা, তুমি ওপারে থেকে শোনো।
তুমি ছিলে আমার মাথার উপর বটবৃক্ষ হয়ে,
চলতাম নির্দ্বিধায় তোমার দোয়া আর স্নেহ ভালোবাসা নিয়ে।
কখনো বলে যাওনি, তোমার অবর্তমান মানেই আমি এতিম।
বাবা, এখন বুঝি, তুমি আমার জীবনে ছিলে কতটা দামী, অপরিসীম।
বাবা, তুমি কি বুঝতে পারো, প্রতিটি রাতে তোমার শূন্যতায় ক্রন্দন রূপে অশ্রু ঝরে?
বাবা, তুমি জানোনা, কতো কষ্ট নিয়ে পথ চলি,কতো ব্যাথা এই অন্তরে।
বাবা, দুনিয়ায় এমন কি কেউ হয়,যে তোমার মতো করে সাহস যোগাতে পারে?
নিঃস্বার্থভাবে পাশে এসে বলবে, ভয় কিসের তোর, এগিয়ে চল,একথা বলবে হাতটি ধরে।
না,বাবা, কেউ নেই, আছে শুধু স্বার্থের হানাহানি,
কি ছিলে তুমি, বাবা, তুমি থাকতে বুঝিনি।
বাবা, তুমি হাতটি ধরে হাটা শিখিয়েছো, বুকের নিচে হাত রেখে শিখিয়েছো তুমি সাঁতার।
শিখিয়েছো তুমি, এই দুর্গম পথ কিভাবে হতে হবে পার।
বাবা, তুমি কি দেখছো,তোমার সন্তান সম্মাননা পায়,অভিনন্দন পায়,আরো কতো পায় সম্ভাষণ।
জানো বাবা, এতো প্রাপ্তির পরেও কতো কষ্ট বুকে, শুন্য থাকে খুশীর আসন।
কত স্বজন আপনরূপে দিয়ে যায় ভালোবাসা,
তোমার মত হয় না কেউ আর, পাইনা ভরসা।
বাবা, তুমি কি জানো এতিম কাহারে কয়।
আমার দিকে চেয়ে দেখো বাবা, কতটা অসহায় আমি, তোমার শূন্যতায়।
যদি একবার দেখো, বুঝবে বাবা, এতিম কাহারে কয়।