কলমে: ডক্টর মোঃ বদরুল আলম
এসো এসো বসন্ত, ধরাতলে—
ফাগুনের আগুন ছড়িয়ে চলে।
পলাশ-কাননে দোলে রং,
শিমুলে শিমুলে আগুন ঢং।
এসো বাতাসে ফুলের সুর,
মাধবী রাঙায় হৃদয় পুর।
আম্রবনে গন্ধ ছড়াও,
কোকিল-কণ্ঠে সুর ভরাও।
নদীর ঢেউয়ে রঙিন আলো,
মেঘের বুকে রোদ্দুর ভালো।
নবীন পাতায় নবীন প্রাণ,
দুলে ওঠে দোলনচাঁপা গান।
তোমার ছোঁয়ায় হৃদয় জাগে,
সাজে বনভূমি রঙিন রাগে।
এসো এসো তুমি রঙিন ঢেউ,
বুকের মাঝে সুর বাজায় কেউ।