কলমে: এম এ লতিফ
এ কোন নদী মোর চোখ দুটো
নাইরে কোনো মেঘ
তবু কেন এতো জল,
এ কোন খেলা সৃষ্টি লীলা
জলে ভরা দুনয়ন থাকে সচল!
সৃষ্টির ঐ নীলে ভাসে মেঘের জল
আবার মেঘগুলো ঝরায় বৃষ্টি
অবিরাম বারিধারায় থাকে সচল,
"ও" আকাশ নদী নয়
তবু কতো জল আর জল,
সৃষ্টি বলয় গোলক ধাঁধাঁ
যায় না বুঝা বিধাতার অভিনব কৌশল!
পাহাড় বুকে নাই মেঘ
তবু কতো বয়ে চলে ঝর্ণার জল,
মেঘ না থাকলেও জলের প্রবাহ
পাহাড় বুকে দেখা যায় জল চলাচল!
এ কোন নদী মোর চোখ দুটো
মেঘ বিহীন কতো জল করে চলাচল,
এই তো জীবন নদীর খেলা
বুঝা মুশকিল বিধাতার অভিনব কৌশল!