কলমে: মোঃ শরীফ উদ্দিন
বাসন্তী রঙ মাখিয়া এই
প্রকৃতি আজ লাল,
ডানা মেলে উড়ছে অলি
ফুল থেকে ও ডাল।
কৃষ্ণ চূড়ায় ফুলের ভাঁপে
অরুণ বনে আগ,
নীল পাইড়ে ফর্সা সাদা
আজ তরুণীর বাগ।
ফাগুন প্রাতে পলাশ হাসে
কোকিলা গায় গান,
উতলা তাই প্রাণ ভ্রমরা
পেয়ে ফুলের ঘ্রাণ।
ধিকিধিকি প্রেম তরীতে
এই প্রকৃতির বন,
আমের বোলে বাহারি রঙ
নিচ্ছে কেড়ে মন।
প্রেমের আগুন বুকে নিয়ে
অলি খুঁজে কই,
ফাগুন রাণী চুপে বলে
ফুলের বনে ওই।