কলমে: এম এ লতিফ
ঐ নীল ঐ আকাশ
ঐ মেঘ ঐ বাতাস
নীলাচল নীলাকাশ,
ঐ সাগর ঐ জল
চলো না ঘুরে আসি
থাকি বারোমাস,
ফুল ফল ঝর্ণার জল
কতো সুন্দর করে চলাচল,
আমি শান্তি সুখে গুমিয়ে যাই
ঢেকে রাখে আমায় মায়ের আঁচল!
কতো সুন্দর পৃথিবী
মায়া মমতা জড়ানো আমার মাতৃভূমি,
নীল আসমান ঐ দূর নীলিমায় ভাসমান
মাটির মায়ায় মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমি,
স্বপ্ন বিলাসী মন আমার শান্তি সুখ খুঁজে পায়
আমার মায়ের আঁচল বিছানো শান্তির ঠিকানায়,
ঐ নীল ঐ আকাশ
চলোনা ঘুরে আসি অজানায়
যেথায় ক্লান্ত শরীর শান্ত হয়ে
নীরবে ঘুমায়!