শীত আসে নিয়ম করে
চারিদিকে কুয়াশার প্লাবন।
শীতের কনকনে নিষ্ঠুর বাতাসে
বিচ্ছেদের সুর।মন ভারাক্রান্ত,
নিথর, থমথমে কুয়াশার জট।
কুয়াশার ঘোরে নিস্তব্ধ মন ।
নিস্তব্ধ, নিথর কবির দেহ।
মন কেঁদে যাই আকুল হয়ে
দ্রোহের কবি,
প্রেমের কবির নিরবতায়।
একটা জীবন পার করেছেন স্বর্গীয় প্রেমের অনন্য দৃষ্টান্তে।এমন প্রেমের বীর কে হতে পারে?
শ্রদ্ধা কবি উষ্ণ পানির অভ্যর্থনায়।
একাকিত্বের গম্ভীর নির্যাস পান করে,
প্রশস্ত হ্নদয় নিয়ে অন্তিম যাত্রায়,
শিখিয়ে গেলেন কবির ভালোবাসা মহত্বে পরিপূর্ণ। কবির ভালোবাসা অনন্ত,অসীম।যে ভালোবাসার শুরু আছে শেষ নেই।
অনন্ত, অবিনশ্বর প্রেম কবি চরিত্রের সাধারণ বৈশিষ্ট্য।
মহাবিশ্বের এই মহাযাত্রায় ধ্রুব তারায় অমরত্ব লাভ করুক কবির প্রেম।