কবি কামাল মাহমুদ জয়
করলে কেন ছলনা?
আমি তো হৃদয় খুলে বসে ছিলাম—
তোমার প্রতিটি কথায় বিশ্বাস রেখেছিলাম,
স্বপ্ন গেঁথেছিলাম তোমার নামে।
তুমি হাত ধরেছিলে একদিন,
বলেছিলে, “আমি আছি পাশে,”
তবু কীভাবে সেই হাত ফসকে গেল
এত সহজে?
তোমার চোখের মায়ায় ছিল কি তবে ছায়া?
প্রতিশ্রুতির শব্দগুলো কি শুধু
পালকের মতো হালকা ছিল?
আমি তো ভেবেছিলাম,
এই পথের শেষে মিলবে নিশ্চিন্ত আশ্রয়।
কিন্তু তুমি মোড় ঘুরিয়ে দিলে,
ফেলে গেলে মাঝপথে, নিরুদ্দেশের দিকে।
ছলনার খেলা সহজ ছিল তোমার কাছে,
কিন্তু আমার জন্য?
আমার বিশ্বাসগুলো ভেঙে চুরমার হলো,
স্বপ্নগুলো ঝরে পড়ল শূন্যে—
যেন কাঁচের টুকরো ছড়িয়ে আছে মাটিতে,
পা ফেলে রক্তাক্ত হতে হয় প্রতিদিন।
তুমি কি জানো,
একটা ছলনা কত গভীর ক্ষত রেখে যায়?
ভালবাসা আর অবিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে
আমি শিখে গেছি,
সব কথা সত্যি হয় না,
সব হাত ধরা শেষ পর্যন্ত থাকে না।
তবুও আমি বাঁচব,
শুধু নিজের ভেতরে একটু বেশি দূরত্ব নিয়ে,
কারণ ছলনার আঘাত শেখায়—
আর কাউকে সহজে বিশ্বাস করতে নেই।
তোমার ছলনা মিথ্যা ছিল,
কিন্তু আমার ভালবাসা সত্যি ছিল—
এই সত্যটাই আমার শক্তি হয়ে থাকবে।