একটা নীল শাড়ী
আকাশের মত নীল
হালকা বাতাসে আঁচলটা উড়ে এসে
আমার মুখ স্পর্শ করতে
হারিয়ে গেলাম ঠিক তোমার মাঝে
বললামঃ
কবিতা আমাকে লুকাও
তুমি অবাক হয়ে বললাঃ কোথায়?
তোমার ঝুমকায়,তোমার চুলের খোপায়,বেনিতে নাহয় তোমার চোখের গভীরে লুকাও কবিতা
লুকাও কবিতা তোমার জন্যে।
আমাকে লুকাও কবিতা
তোমার নীল আঁচলের সুতোয়
লুকাও হৃদয়েশ্বরী গহীনে,
লুকাও তোমার ঠোঁটের কোণে,
লুকাও তোমার ঝনঝন চুড়ির বাজে
লুকাও কবিতা,
আমি হারাতে চাই না তোমাকে
লুকাও তোমার জন্যে লুকাও কবিতা।
কবিতা বিশ্বাস করো
এক সমুদ্র প্রেম,
এক আকাশ ভালোবাসা
এক পৃথিবী স্বপ্ন
শুধু তোমাকে ঘিরে,
শুধু তোমার জন্য আমার বেঁচে থাকার একটা বাসনা
তোমার জন্যে কবিতা,
আমাকে লুকাও কবিতা আমার জন্যে।
কবিতা তোমার আমার মাঝে
বাধা হয়ে দাঁড়াবে আস্ত পৃথিবী,
উল্কা গিরি পোড়াবে স্বপ্ন
পোড়াবে আমাদের ভালো থাকা
পোড়াবে সমস্ত শরীর
পোড়াবে দু'জনের সে ছোট্ট ঘর
যে ঘর তোমার আমার,
কবিতা লুকাও আমাদের ঘরের কোণায়
লুকাও তোমার জন্যে
লুকাও আমার জন্যে কবিতা।