কলমে: মুহাম্মাদ শরীফুল ইসলাম
ফিলিস্তিনের পূণ্যভূমিতে কেনো
থাকবে এখনো তারা,
হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আজ
অভিবাসী ছিলো যারা।
মায়ের বুককে খালি করে
নিচ্ছে তাদের কেড়ে,
স্বাধীনভাবে নিজের দেশে
উঠতে পারেনা বেড়ে।
ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আজ
ফিলিস্তিনের মাটি,
ভিনদেশ থেকে এসে তারা
গেড়েছে সেথায় ঘাঁটি।
অবুঝ শিশুর আর্তনাদে কেনো
প্রকম্পিত হয়না হৃদয়,
নিজের দেশে কেনো তাদের
পরাধীন থাকতে হয়।
রাস্তা-ঘাটে থাকে পড়ে
সারি সারি লাশ,
তাদের দেখে কেনো তোমরা
যাচ্ছো কেটে পাশ।
অঝোর ধারায় কাঁদছে আজ
ফিলিস্তিনের পূণ্যভূমি ,
অবাক হয়ে দেখছে বিশ্ব
দেখছো মুসলিম তুমি।