কলমে: স্বপন সরকার
শান্তিকামী প্রতিটি মানুষের দীর্ঘশ্বাস
শুধুই খুঁজে ফিরে একটু সুবাতাস,
প্রত্যাশায় থাকে না ভিজুক চোখ
অনাকাঙ্ক্ষিত নীল কষ্ট দূর হোক।
কতই তো বেজেছে মনে বেদনার ভায়োলিন
সকাল, দুপুর গোধূলি শেষে রাত্রিকালীন,
সময়ের শ্রাবণ ঝরিয়ে হয়নি ক্ষান্ত
অসময়ের শ্রাবণও ঝরিয়ে করেছে দিকভ্রান্ত।
মিথ্যের ইতিহাস আর না গজাক ডালা পালা
মানব মানবের তরে না থাকুক একথার ছলাকলা,
হীন স্বার্থ আজ হোক মন হতে নির্বাসিত
সবার উপর মানষ সত্য একথাই থাকুক সমুন্নত।
পরিহার করে আজ শ্রেণী সংঘাতের বিভেদ
তুচ্ছ তাচ্ছিল হোক নানা জনের মতভেদ,
ধারণ করে হৃদয়ে মানবতার সেই বাণী
মানুষ মানুষের জন্য যে সত্য মোরা সবাই জানি।
পরিশেষে আসুক ফিরে মানবের তরে শান্তিধারা
হোক দূর সকল ষড়যন্ত্রের কুটিল মনের জরা,
সত্যের নিশান উড়ে গিয়ে আসুক সমাজে সুখ
হোক বিতাড়িত মিথ্যা হোক কুটিলতার বিয়োগ।