কলমে:- মোঃ সুমন মিয়া
আজ সবার চোখে জল
সবাই করছে কান্নাকাটি৷
সুখ নেই কারোর মনেই
দুঃখের সাগরে ভাসছি।
আজ গরীব দুঃখী মুখে
কে ? অন্ন তোলে দেবে।
তারা যে পেটের ক্ষুধায়
আজ অনাহারেই মরে।
ঘরে ঘরে শিশুদের কান্না
তাদের পেটে ক্ষুধা সহেনা।
শিশুর কান্না দেখে বাবারা
আজ রাস্তায় বসে কাঁদে।
গরীবরা স্বল্প উর্পাজনে,
সংসারে দিনান্তে দিন খায়।
দ্রবের মূল্য বৃদ্ধির ফলে
তারা আজ আছে বিপাকে।
এখন গরীব দুঃখীর দুঃখে
কেউ আর এগিয়ে আসে না।
ক্ষুর্ধাত্ব শিশুর কান্না শুনেও
আহার মুখে তুলে দেয় না।
সবার সুখে হাসব আমি
কাঁদব গরীর দুঃখীর দুঃখে
এ সব কথা ভাবতে গিয়ে
আমার কান্না এসে গেছে।