শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

কবিতা: কালাপানি

Coder Boss
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩ Time View

কলমে: নেহাৎ তানভীর

হাত বাড়ালাম ধরতে ও জল
জলে খালি করে ছল,
নিশীথ রাইতে কার পায়ে বাজে
সর্বনাশির মল।

কালা রাইতের কালা ঐ পানি
জ্বরে ডুবাবে জানি,
তবুও জলের ধারা চায় মন
কপালের জোড়া শনি।

গোপন মেঘেরা কানাকানি করে
দুঃখ বিবাদ ডরে,
কালা এ রাইতে কালার নীতিন
গোপন কোষেতে গড়ে।

ছল ছলাইয়া ঝরেরে ও জল
যেমন নাচেন মল,
ধরতে গেলেই পিছলায়া যায়
জলে খালি করে ছল।

দুরেরে থুইয়া কুবড়ি ও ভয়
করলাম জলে জয়,
কালার ও পানি কালাই রইল
খুব সুবিধার নয়।

কালার এ পানি সুবিধার নয়
জীবন করলো ক্ষয়,
কালার জ্বরে নিপাত জীবন
এ মনেতে লাগে ভয়।

রচনা কাল:-
১৪ অক্টোবর, ২০২৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102