কিছু স্বপ্ন কিছু কথা
কিছু আশা, কিছু ভালোবাসা
সবই স্বপ্নের জাল বুনা।
কিছু আবেগ , অনুভূতি কিছু ব্যথা
সবই স্বপ্নের খেলা।
কিছু হারিয়ে ফেলা
কিছু স্বপ্নে আঁকা
কিছু মনের কল্পনায় রেখে দেওয়া
এ নিয়ে পথ চলা।
কিছু পথ পার হওয়া
কিছু পথ এঁকেবেঁকে চলা।
কিছু অমাবস্যার রাত
কিছু জ্যোৎস্না ভরা রাত।
সবই নক্ষত্রের খেলা।
কিছু কালো মেঘ বৃষ্টি ঝরা দিন
কিছু রোদ মনের প্রশান্তি
কিছু ঝড় আসে মনের অগোচরেই
কিছু স্বপ্ন ভেঙ্গে দেয় অজানা ঝড়ে।
তবুও স্বপ্নে বুনে ভালোবাসার ঘর
কখনো সে ঘর বাতাসে যায় উড়ে।
কখনো শক্ত হাতে ধরার চেষ্টা।
কখনো যায় ভেঙ্গে স্বপ্ন গড়া বাসর।
এভাবে ই স্বপ্নে পথ চলা।