কবি: মোছাঃ আছিয়া আক্তার আছমা
ভয়াবহ দিনে সেদিন
সবাই দৌড়াদৌড়ি করবে
পারবে না কেউ পার করিতে
তৎক্ষনাৎ সেই স্থান ছাড়বে।
সবাই যাবে ছুঁটে তখন
আদম নবীর কাছে
আদম নবী বলবে তখন
আমার কি সে ক্ষমতা আছে।
আদম নবী বলবে পরে
যাওরে ছুটে সামনে
পাবে খোঁজে ঈসা নবী
চলে যাওরে সেই পানে।
ঈসা তখন বলবে হায়রে
আমার কিছু করার নাই
যাওরে সবাই সামনেতে,
সবাই বলবে চল যাই।
ঈসাও অপারগতা প্রকাশ করে,
বলবে সবাই সামনে যাও
সামনে গিয়ে পাবে তোমরা মুসা
নবী দাঁড়িয়ে আছেন, সেথায় যাও
মুসা বলবে হায়রে মানব
আমার মাঝে নেই ক্ষমতা
সামনেতে পাবে তোমরা
রাহমাতুল্লিল আলামিন, যাও সেথা।
মুহাম্মদ মুস্তাফা নবী থাকবেন
তখন সিজদাতে পড়িয়া
নুরুন আলা নুর সেদিন করবেন পার,
বলবেন খোদা সবাইকে যাব জান্নাতে নিয়া।