ঝড়া পাতা ঝড়ে বুঝিয়ে দেয়,
পৃথিবীর কোন কিছু চিরস্থায়ী নয়।
নদীতে ভাটা এসে বুঝিয়ে দেয়,
জোয়ার কোনদিন স্থায়ী নয়।
জীবনে বার্ধক্য এসে বুঝিয়ে দেয়,
যৌবন কখনো থাকবার নয়।
ঘুম এসে বুঝিয়ে দেয়,
শরীরটা লোহা নয়।
রাত এসে বুঝিয়ে দেয়,
সারা জীবন সুখের নয়।
মরন এসে বুঝিয়ে দেয়,
পৃথিবী থাকার জায়গা নয়।