কলমে: স্বপন_সরকার
যে মনের জমিতে হতো চাষ
শুধু ভালোবাসারই আবেগ,
সে-ই জমি আজ খরার অনলে
পুড়ে হয়েছে ভস্মীভূত প্রাণাবেগ।
চোখে মুখে ছিলোও আশাবাদ
দেখেও ছিলো আলো,
হঠাৎ কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায়
এসেছে নিয়ে আঁধার কালো।
মনের জ্বালায় বাতাসের প্রতি জানালায়
বাজে না আর আবেগী সুর,
বেদনার নীল কষ্টগুলো একীভূত হয়ে
দেখা দিয়েছে ঘৃণিত অসুর।
ভেঙ্গে যাওয়া মন বেদনাহত হয়ে
দু'চোখে দেখে স্বীয় সমুদ্র,
পুঞ্জিভূত মেঘ বারি ঝরিয়ে
রেখেও দেয় রজনী বিনিদ্র।
মনের দরজায় কড়া নেড়ে শেষে
জানায় স্মৃতিময় ইতিহাস,
ভায়োলিনের সুর তুলে যা শুধু
দেয় বাড়িয়ে মনের দীর্ঘশ্বাস।