কলমে: মো. নজরুল ইসলাম
ছায়া ঢাকা গায়ের পথে
হাতের মুঠোয় বন্দী হাত,
গাছের ডালে বসে থাকা
দুইটি পাখি একই সাথ।
সুখের ছোঁয়া পেয়ে শান্ত
প্রেমের টানে প্রাণের সুর,
চঞ্চল মনের রাঙা নূপুর
বাজুক গায়ের অন্তঃপুর।
ঘূর্ণি আবর্ত জীবন থেকে
কালের বিষম তাপের ঝড়,
সুখের চিন্তা ভাবনা শেষে
কালের গ্রাসে হচ্ছে পর।
প্রেমের টানে আবেগ যুক্ত
স্বাধীন মনের স্বপন শেষ,
চখা চখির জীবন বিনাশ
বিধি বিধান নীতি বেশ।
আশার মধ্যে বেঁচে ছিলো
উঠে আসা কালের রূপ,
আপন নিবাস ডুবে গেছে
হাতটা হারায় মুখটা চুপ।