কলমে: দেওয়ান পারভেজ
গাঁয়ের মানুষ সহজ-সরল
মনটা বেজায় ভালো,
মিলে-মিশে থাকে সবাই
হক না সে ফর্সা-কালো।
নিজ কর্মে ব্যস্ত থাকে
রাত শেষে হলেয় সকাল,
গান গেয়ে গুন গুনিয়ে
গরু নিয়ে যায় যে রাখাল।
কৃষক যায় ফসল বুনিতে
রাত পোহালেই মাঠে,
ব্যাবসায়িরা চললো সব
তাদের কর্মে হাটে।
জ্ঞানীজনে বিদ্যা দেয়
পাঠশালাতে গিয়ে,
গুণীজনের কদর করে
সালাম,সম্মান দিয়ে।
বৃদ্ধরা সব আসর জমায়
প্রাতক ভোজন খায়ে,
হেসে হেসে গল্প করে
চোমক মেরে চা-য়ে।
দুপুর হলে নাহিতে যায়
সবান হাতে,পুকুর পাড়ে,
ছোট্ট বড় সবাই মিলে
লুঙ্গি গামছা নিয়ে ঘাঁড়ে।
সবাই সবার জীবন চালায়
নিজের মত করে,
সন্ধ্যা হলে কাজ-কর্ম শেষ
আবার ফিরে ঘরে।