মোছাঃ নাজমুন নাহার খান
চুপি চুপি হঠাৎ করে মারতে আসলো
ঘুর্ণিঝড় দানা সাইক্লোন ,
ঘরবাড়ি সব ভেঙ্গে দিয়ে আনবে
শত মানুষের মরন।
এই তো ছিলো একটু আগে
কত সুন্দর ঘরবাড়ি,
হঠাৎ করেই এসে দানা সাইক্লোন
কাইরা নিলো মোর বাড়ি।
এপার ভেঙ্গে তোলপাড় করে
নিষ্ঠুর এ ঘুর্ণিঝড় দানা,
শত চিৎকার করে সে তো
শোনে না কোনো মানা রে
শোনে না কোনো মানা।
সে যে এমন ঝড় বেয়ে আসে
নেই কোনো তার মায়া,
শত চিৎকার করলেও আমরা
পাই না কোনো দয়া।
অন্যসময় করি না তো সবাই
আল্লাহ বলে চিৎকার,
বিপদে পড়ে সবাই বলি আল্লাহ
তুমি কর উদ্ধার।
পরীক্ষা করার জন্য দিলেন আল্লাহ
ঘুর্ণিঝড় দানা সাইক্লোন,
যদি পাশ করে যাই আমরা
পরকালে হবে সুন্দর জীবন।
ঘরবাড়ি সব ভেঙ্গে দিবে আল্লাহ
যদি না কথা শুনি,
সবকিছু ফিরিয়ে দিতে পারে
এক নিমিষেই তিনি।
দালান বাড়ি টিনের বাড়ি নয়তো
আসল স্থান
চিৎকার করে কাঁদতে হবে যেন
জান্নাত হয় কবরস্থান।