কলমে: এম এ লতিফ
আমি চিনিতে পারিনি আপনারে
আমি হেটেছি দূর থেকে বহুদূর পথ,
আপন গৃহে দেখেছি যাহারে
ধরতে গেলে যায় হারিয়ে,
এ যে মোর মরিচিকাময়
দূর্গম গিরি পথ,
কি করে ভুলিবো তাহারে,
মিশে আছে মোর হৃদয় গভীরে,
জীবন নদীর তলদেশে যায় হারিয়ে
আমি কি করে খুঁজে পাই যে তাহারে,
সেই অথৈ গভীর সমুদ্রের লোনা জলে,
যবে যবনিকা হবে মোর জীবন চলা
আজও কেন চিনিতে পারিলাম না আপনারে,
আপন আপন ভাবিয়া শুধুই রয়ে গেলাম
পেলাম না খুঁজে সেই সুন্দর আপনার পথ!
আমি চিনিতে পারিনি আপনারে
পাড়ি দিলাম কতো মরু নদী পথ,
এ কোন ধ্বংসের পৃথিবী আমার
বিরহ বেদনায় অশ্রু জল ঝরছে দুচোখে,
মরিচিকাময় পৃথিবীতে কেউ নই নিরাপদ!