কষ্টকে কবর দিয়েছি,
মনকে দিয়েছি চাপা,
দুঃখ কষ্ট নীলিমায় সব,
আমি আজ বড় একা।
শিউলি তলার সেই পথগুলি
বন্ধ হয়ে গেছে কবে।
কারে এ বাহুতে বাঁধবো আমি
এ জীবন সায়াহ্নে!
জোয়ার ভাটার জীবন মানুষের,
সময়ের হিসাব ক’জনা রাখি।
সাগরের ঢেউ মনে চেপে রেখে
জীবন সংসার বাঁধি।
ভুল বুঝে এখন কেউবা
অতি অল্পতে চিবিয়ে খায় আমার সুখ,
তখনই পাই মনের অজান্তে
অভিজ্ঞতার দুঃখ।
জীবন প্রবাহে দেয় নাড়াচাড়া,
হয় চাপের রক্ত, রক্ত মাংসের গড়া শরীরটাকে
আরো করি শক্ত।
জঞ্জালে ভরা
বিষাদের ছায়া এ হৃদয়, সমাজ, রাষ্ট্র,
যা চলছে যত্রতত্র,
শুনতে নারাজ সকলেই আজ,
আমার বলা এই অপ্রিয় সত্য।