উল্লম্ব চারটা বছর !
অবহেলার নদীতে,
সাঁতরে কাটালাম তরী।
শত অভিযোগ আর,
অভিমানের ঢেউয়ে
অন্তর টাই গেছে মরি।।
পঙ্কিল দেহটা আমার,
দাক্ষিণ্য চাহিয়া
নিশি ভোর করেছে উদ্বন্ধন।
অর্ধেন্দু বুঝি লজ্জায়
ঢাকিছে তনু
মৌনীতায় বাজিছে কন্দন ।।
শতরঞ্জের মত খেলা
খেলেছ অহনিশি,
সম্পাতি রেখা টেনে।
ছাদনাতলের খুঁটিতে ধরেছে
ঘুনে পোকায়,
ক্ষয় হয়েছে দেহ মনে।।
তীরে পৌঁছবে কি
এ পা কৌটা !
সলিল ধারায় ডুবিয়া যায় প্রান।
শঙ্খ শঠে ক্ষত দেহখানি,
ঘনিছে ভালবাসা !
ভীত হৃদয়ে দেয় দাঁড়ি টান।।
ছাদনাতল টায় ছিলাম এতটা বছর,
আঁজলা ভরি
জড়িয়ে ধরিয়া তোমায় !
ভালবাসার লুদ্ধক টা
পড়েছে খসি,
দু’জনার ভুল বুঝার বার্থতায়।
এখনও সাঁতরে যাই একাকি
কষ্ট যাতনায়,
পৌঁছাব সেথায় বুঝি !
অসহায়ে ঝাপসা বিবর্ণ
চোখের ঠাহরে,
ছাদনাতলে শুধুই তোমায় খুঁজি।