কলমে: মোছাঃ নাজমুন নাহার খান
সবার কাছে আছে অনেক
বড় বড় ভাই
আমার কাছে আছে শুধু
ছোট্ট একটা ভাই।
আমি পাইনি বড় ভাই
তবু কোনো দুঃখ নাই,
ভালো বাসে আমায় অনেক
ছোট্ট একটা ভাই।
আমি ভাইয়ের অনেক বড়
তবুও ডাকি ভাই,
আপু বলে ডাকে আমায়
ছোট্ট একটা ভাই।
ছোট্ট বলে যখন আমি বলি না কিছু
তখন আমার ভাই,
বড় বড় কাপড় পড়ে ছুটে এসে বলে
দেখো আমিই বড় ভাই।
আমায় কষ্ট পাইতে দেখলে
বলে আমার ভাই,
একদিন সব কষ্ট শেষ করে দিবে
তোমার ছোট ভাই।
ভাইয়ের জন্য আমার জীবনে
কোনো কষ্ট নাই,
ভালোবাসায় কোনো সবার সেরা
আমার ছোট ভাই।