কলমে: এম এ লতিফ
“ও” সাগর জল তরঙ্গের কলকল ধ্বনি
মিশে যায় পাহাড়ি ঝর্ণার জল,
“ও” চোখ কথা বলে অশ্রু সিক্ত
বয়ে চলে সারাবেলা অবিচল,
এ কোন খেলা সৃষ্টি লীলা
বুঝা মুশকিল বিধাতার এমন কৌশল!
“ও” আকাশ দূর নীলিমায় কতো সুন্দর তিলোত্তমা,
তাঁরাদের মিলনে মিলন বলয়ে মিশে রয়,
নন্দিত আকাশটা সৃষ্টি যেন স্রষ্টার ইচ্ছেয়,
কি যে অপরূপ সৌন্দর্য্যের লীলা খেলা,
আজব পৃথিবীটা নানা বাহারি রঙের মেলা,
এমন সুন্দর “ও” আকাশ
বয়ে চলে অবিরাম শীতল বাতাস,
দৃষ্টি যেন সৃষ্টি বলয়ে মিশে রয় বাঁধা মন
ইচ্ছে জাগে ঐ নীলে মিশে থাকি সারাক্ষণ,
এই তো জীবন সুন্দর ভূবণ নানা রঙে বিচক্ষণ।
“ও” সাগর “ও” নদী “ও” আঁখি
জলে ভরা জল তরঙ্গের মধুর কলতান,
সৃষ্টি খেলা অমোঘ লীলা স্রষ্টাকে সর্বশ্রেষ্ঠ জানি
নতশিরে তাঁরে ডাকি করি বারেবারে স্মরণ!