কলমে- আফজাল হোসেন
---------------------------
জাতীয় কবি নজরুল ইসলাম,
আমরা সবাই জানি;
তিপ্পান্ন বছর পরে পেলেন,
রাষ্ট্রীয় স্বীকৃতি!
এতদিন তাকে 'জাতীয় কবি'
মুখে মুখে বলা হলেও:
দলিলাদি ছিলনা, কোন
কাগজ আর কলমেও।
উনিশশো বাহাত্তর সালের
চব্বিশে মে তাঁকে,
স্থায়ী ভাবে ঢাকায় আনা হয়
সরকারি উদ্যোগে।
রাজধানী ঢাকার ধানমন্ডির
আটাইশ নং সড়কে,
তিনশো ত্রিশ বাড়িটি সরকার
থাকতে দেয় তাকে।
স্ত্রী তার প্রমিলা দেবী
আর পুত্রদের নিয়ে,
মৃত্যু অবধি রুগ্ন কবি
সেই বাড়িতেই থাকে।
আটারো ফেব্রুয়ারী উনিনশো
ছিয়াত্তর ইং সালে,
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের
নাগরিকত্ব লাভ করে।
কবি ছিলেন মোদের বাংলাদেশের
মাটি ও মানুষের কবি,
তাঁর সকল লেখনী মোদের,
জীবনের প্রতিচ্ছবি।
'মাররে লাঠি, ভাংরে তালা' তার
জ্বালাময়ী কাব্য -গান
নিস্তেজ মোরা উজ্জিবিত হই,
সংগ্রামে আগুয়ান।
বাহাত্তর সালের যেদিন কবি,
বাংলাদেশে আসে:
সেদিন হতে তাকে 'জাতীয় কবি'
ঘোষণার দাবি উঠে।
সেই দাবির প্রেক্ষিতে এবার,
দোসরা জানুয়ারী
জাতীয় কবির পেলেন তিনি
রাষ্ট্রীয় স্বীকৃতি।
জাতীর কবির স্বীকৃতি লাভের
মাহেন্দ্র এই ক্ষণে,
প্রিয় কবিকে করছি স্বরণ
গভীর শ্রদ্ধার সনে।।