কলমে: মাহমুদুল হাসান শান্ত
জীবন মানে যুদ্ধ নয়তো শুধুই গল্প,
সংগ্রামের পথে প্রতিটি মানুষ ক্লান্ত দেহে গড়ল।
শ্রমিক বাবা দিনরাত খেটে,
তবুও ক্ষুধার যন্ত্রণায় সন্তান বুকে ঠেলে।
শিক্ষার আলো হাতে নিয়ে যারা,
অভাবের কাঁধে আজও তারা হারায় দিশা।
মেধার দাম যেন সমাজের নেই,
শ্রমের মূল্য দেয় না কেউ, জীবন হয় ভাঙা নৌকায়।
বিধবা মায়ের চোখে আশার আলো নেই,
হারানো প্রিয়জনের জন্য হৃদয় জ্বলছে নীরবে।
একা পথ চলতে শিখেছে সে,
তবুও সমাজ তাকে দেয়নি সম্মান কিংবা স্নেহ।
পথশিশুর দল বেঁধে রাস্তায় ঘোরে,
অপরাধের জালে জীবন ছড়ায় অজান্তেই।
আবদ্ধ স্বপ্নগুলো আজও চিৎকার করে,
তবুও কেউ শোনে না তাদের মনের কথা, কষ্ট লুকিয়ে মরে।
ন্যায়ের পথে যুদ্ধ করে মানুষ,
তবুও অন্যায়ের রোষে হারায় মুক্তির আশ্বাস।
খোদার ইচ্ছায় জীবন কাটাতে হবে,
তবুও সংগ্রাম থামবে না, এগিয়ে যেতে হবে।