কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
জীবনে সবাই চাইলো চাকুরী অর্থ
চাইলোনা কেউ আমায়,
ভালবাসার কথা বললো সহস্রজনে
একাকিত্ব জীবনে, দিলো না কেউ সময়!
যতজন কে উপকার করলাম
সবার এখন শত্রু,
ফুটপাত থেকে তুলে যাকে জীবন দিলাম
সে-ও নয় আজ মিত্র!
এ কেমন প্রকৃতির খেলা নাকি ঈশ্বরের বিধান
মানুষ নামের জীবগুলো সব কি বেইমান?
এত মসজিদ এত মন্দির এত ওয়াজ নসিহত
কোথায় মানবতা মনুষ্যত্ব কৃতজ্ঞতা ঈমান ?
একশো টাকার জন্য হাত পাতা লোকটা
আজ সে ধনী কোটি পতি,
সামনে আসে না মনে ভয়, অতীত মারে উঁকি
পুরানো ইতিহাস জানলে সমাজে কি হবে তার গতি?
তবু ও বিধাতা দিয়েছেন তাকে চক্ষু লজ্জা কিছু
আজ আমি গরীব, ধনশালী সে, তবু মনে পড়ে তার,
মৃত্যু পিছু ধায়, কভু কি কারো মনে হয়
এমপি মন্ত্রী হেলিকপ্টার চড়ায়, ভীত স্মৃতি সেই একশো টাকার!
হাজার কোটি টাকার মালিক, আমাকে কেন ভয়
একশো টাকা হাজার কোটি সম, ভয় সততায়!