কলমে: নবী হোসেন নবীন
প্ল্যাটফরমে পড়ে আছে জ্যান্ত লাশের সারি
ধীরে ধীরে প্রাণ পায় মৃত রেলগাড়ি।
লাশেরা ঘুমায়
বেগে চলে যায় রেলগাড়ি।
বুকের ভেতর জেগে থাকে সর্বগ্রাসী ক্ষুধা
জেগে জেগে পাহারা দেয়
লাশ যেন না পালায়।
সজন হতে সমাজ হতে পালাতে পারলেও
ক্ষুধা হতে পালাতে পারে না লাশ।
প্রত্যুষে পুলিশের বেত্রাঘাতে
ঘুম ভাঙ্গে জ্যান্ত লাশের।
ডাস্টবিনে চলে যায়
উচ্ছিষ্ট খাবারের আশায়।
লাশে আর কুকুরে যুদ্ধ লেগে যায়
আবার সন্ধিও হয়ে যায়
সন্ধ্যায় ফিরে আসে প্ল্যাটটফরমের ঠিকানায়
রেল আসে রেল যায় লাশেরা ঘুমায়।
চলন্ত রেলের জানালা দিয়ে
রঙিন চশমায় চেয়ে দেখে মানবতা
দেখে দেখে চলে যায় আপন ঠিকানায়।