কলমে- গোলাম সরোয়ার খান।
তুই তো এখন অন্য কারোর
আমার কেহনা,
তোর কাছে তো ফিরে যাওয়ার
প্রশ্নই আসে না।
অহংকারী দেমাগি তুই
ঝগড়াটে তোর স্বভাব,
হাড়ে হাড়ে বুঝবি এবার
প্রিয় মানুষের অভাব।
বদ মেজাজি হতচ্ছাড়ি
পেত্নী নারী তুই,
গাছের ফুল উঠোনে পরলেও
রাগে ছিড়িস জুঁই।
তোর ভয়েতে কুকুর বিড়াল
আসতো না এই বাড়িতে,
পাখপাখালি জন্তুর খাবার
থাকতো না তোর হাড়িতে।
তবুও তুই মায়ের জাত
জীবন চলার সঙ্গি,
ভালোবাসি ভালো থাকিস
বদলাস দৃষ্টি ভঙ্গি।