জীবন নিয়ে প্রতিনিয়ত কত বাহানা,
প্রান গেলে কি পাবে, সুখের ঠিকানা।
বাঁচার মতো বাঁচতে হলে আগে কামাও টাকা,
টাকা ছাড়া তোমার শহর কালো মেঘে ডাকা।
টাকা হলে বর্তমানে সম্মান পাওয়া যায়,
টাকা না থাকলে এই দুনিয়ায় তোমার মূল্য নাই।
টাকা ওয়ালা লোকের রে ভাই আত্মীয়র অভাব নাই,
টাকা ছাড়া এই দুনিয়ায় তোমার কেউ নাই।
বর্তমানে টাকার অঙ্কে মানুষকে মাপা হয়,
শূন্য পকেটে গুরে দেখলে মানুষ চেনা হয়।
টাকা যদি থাকে তোমার সবাই দিবে সালাম,
খালি পকেটে গুরে দেখিছি আমি যে তার প্রমান।
টাকা থাকলে কারো কাছে তুমি খারাপ না,
পাপ করেও বাঁচতে পারবে টাকার বাহানায়।
এই সমাজে বাঁচতে হলে টাকা কামাও আগে,
শূন্য পকেটে পৃথিবী ভয়ানক সেটা দেখবে সময়ে।