কলমে: জাহাঙ্গীর চৌধুরী
এসেছিলে কুহেলির ধ্বনিতে
ষোড়শী নয়নে,
আমার অষ্টাদশী কাননে।
আমি তখন বসন্ত পিয়াসি এক ভোমর।
তুমি ছিলে কখনো প্রজাপতি,
কখনো গিরগিটি কখনও রংধনু,
কখনো কালের কুহকী ম্যাজিশিয়ান।
পৃথিবীর সব চেনা যায়,
তোমাকে চেনা বড় দায়।
তোমার কুন্তলতলে হাজার ইবলিশ
ঘিলুতে ঢালে কালনাগিনীর বিষ।
তুমি ডানের হিসাব না কষে,
বামের হিসাবে থাকো মত্ত।
নির্মল ভালোবাসার ইতি টেনে
স্বাধীনতায় হাঁট স্বেচ্ছাচারী নদীর মতো।
বচন বুলেটে করো ক্ষতবিক্ষত,
তবু সব ভুলি তোমার আঁচল ধরে চলি।