কলমে: এম এ লতিফ
তুমি কি আমার তারুণ্যে হারিয়ে যাওয়া সেই প্রিয়
যে তুমি থাকতে আমার প্রতীক্ষায় প্রতিদিন,
দু-হাতে ছিলো টকটকে লাল রক্ত গোলাপ,
আজ তোমাকে বড্ড বেশি মনে পড়ে
সন্ধ্যা ঘনিয়ে নামে যখন আঁধার রাত,
বড়ো একা লাগে তোমার শুন্যতায়,
ঘুমের ঘোরে কতো স্বপ্ন দেখি
আজও তুমি গোলাপ কলি নিয়ে আছো দাঁড়িয়ে, আমার শুন্য বুকে রেখেছো তোমার দুটি হাত!
তুমি কি আমার তারুণ্যে হারিয়ে যাওয়া সেই প্রিয়
যে তুমি প্রিয় নামে ডাকতে আমায়,
হয়তো ভুলে গেছো তোমার সেই প্রিয় নাম,
জীবন চলার পথে তোমাকে ভুলতে চেয়েছি বহুবার,
তুমি ছিলে আমার জীবনের প্রথম প্রেম
রূপ কথার স্বপ্নে গল্প বলার কবিতা,
আজ আমার সেই তারুণ্য অনেক বেশি ভাবায় তোমাকে,
বলো তুমি পারবে আমায় ফিরিয়ে দিতে
যে হাত ছিলো রক্ত রাঙানো গোলাপ কলির হাত,
জানি আমি জানি পারবে না তুমি
যে তারুণ্য হারিয়ে যায় কখনো আসে না ফিরে,
হয়তো আর দেখবো না কোনদিন
সেই তারুণ্যের স্পর্শ সুখের গোলাপ কলির ঐ দুটি হাত,
জীবন আলেখ্যে তারুণ্যে যা পেয়েছি
সবই যেন আজ বিরহ বেদনার নিঝুম রাত!