কলমে- আফজাল হোসেন
—————————
তুমি থাকতে আমি যদি বিপথে যাই,
তার জন্যে তবে ওগো তুমি হবে দায়ী!
অভিমানে যদি আমি, হইগো অশান্ত;
প্রেম-ভালবাসায় তুমি করবে শান্ত।
মম অভিমান যদি কর অবহেলা,
তুমি ছাড়া কে মিটাবে মম ক্ষোভ জ্বালা?
মায়া দিয়ে মন যদি ভোলাতে না পার,
উল্টো, তুমি যদি বিগড়াও মোরে আরো;
প্রেম না দিয়ে যদি, দানবী রুপ ধর,
নারী নামে হবে তুমি- মহা কলংক!
পুরুষ পুরুষত্বে যত কঠোর হোক,
নারী তো মমতায় ভোলাবে সব ক্ষোভ।
বিনোদিনী যদি গো, হও হৃদয়হীনা,
‘তীরন্দাজ’ হলে কে বাঁজাবে প্রেমবীণা?