কলমে: সাদিয়া আক্তার
==============
হে কবি! কবিতা তোমার প্রান,
তোমার লেখায় পাঠকেরা পায়
জীবনের সন্ধান।
কবিতা তোমার মুঘল-ই-আজাম
রঙে রসে উজ্জল,
নৃত্যে ছন্দে নুপুরের তালে
প্রেমের তাজমহল।
তুমি এ যুগের কবি!
লাখো মানুষের হৃদয়ের মাঝে
বিরাজিত তব ছবি।
তোমারি প্রেরণা লেখায় আমায়,
তোমারি সাহসে লিখি,
তোমার কাছেই প্রতিদিন আমি
শব্দ ছন্দ শিখি।
চীৎকার করে বলতেই পারি
তুমিই আমার গুরু,
তোমাকে পেয়েই নব আঙ্গিকে
পথ চলা হলো শুরু।
চেতনা তোমার জাগ্রত সদা
মুখরিত প্রতিবাদে,
কালি ও কলমে রক্ত ঝরাও
বিপুল আর্তনাদে।
বহমান এই দুনিয়ার বুকে
ঘটে যতো অন্যায়,
প্রতিবাদে তুমি যুক্তি সাজাও
ছান্দিক কবিতায়।
তুমি আছ তাই আমরাও আছি
সাহসে বেঁধেছি বুক,
প্রতিদিন তাই তোমা পানে চেয়ে
এ হৃদয় উন্মুখ।
তুমিই আমার দেহ আভরন
তুমিই মনের বল,
তোমারেই ভেবে কাটে নিশিদিন
দেহমন চঞ্চল।
আজকেও আছো এভাবেই তুমি
রয়ে যাবে চিরদিন,
সবার হৃদয়ে মননে চেতনে
রঙে রসে অমলিন।