কলমে: নাসরিন জাহান
==============
তুমি ছাড়া প্রতিটি প্রহর
মৌন বিষন্নতা
স্বপ্ন দেখার নির্ঘুম আঁখি,
নেই আপেক্ষিকতা।
চঞ্চল দুরন্ত এই আমাতে
যেন ক্লান্তি ভর করা
আনন্দ উল্লাসের ভীড়েও
কেন নি:সঙ্গ তারা?
নীল আকাশ আর ভোর হয়না,
হয় ধূসর পান্ডুলিপি।
ফুলে যেন আর সৌরভ পাইনা,
সারা দিনমন যাপি।
ভাবনাগুলোর সুর কেটে যায়,
ছন্দ হারায় দিশা,
বুঝেছিলাম সেদিন তুমি,
আমার ভালোবাসা।
হাওয়ার দাপটে বাঁধা হয় না
আমার অগোছালো চুল,
কেন সেদিন আচমকা তুমি
এলে হাতে নিয়ে ফুল।
শারদ প্রভাত ম্লান হয়ে যায়
মৌনতার অবকাশে,
পেঁজা তুলোর মেঘগুলোর রং
আমার মনের আকাশে।
খুঁজে বেড়াই তোমায় আমি
সাঁঝ আকাশের আভায়,
পেতে চাই একান্ত করে
সকল ভালো লাগায়।