কলমে: সাহেলা সার্মিন
""""""""""""""""""""
তুমি হাসলে আমার ভূবণ হাসে
তোমার অবয়বে অমাবস্যা
আমার পরান কাঁদে!
তুমি কাছে এলে আমার বাগে ফুটে ফুল
তোমার ষষ্ঠাঙ্গে আমার অস্তিত্ব
আকাশের বুকে চন্দ্র সমতুল!
তোমায় ভাবলে সুন্দর হয় পৃথিবী
দু' নয়নে পূর্ণিমা ঝলসানো রূপে
প্রকৃতির সব রূপ হয় মায়াবী!
তুমি দূরে গেলে শূন্য শূন্য লাগে
সারাক্ষণ ভাবনার ঘোরে
এ প্রাণ মঙ্গল ভিখ মাগে।
তুমি একটু বকলে অভিমানী আড়ি
দু'চোখে নামে শ্রাবণ ও ধারা
দূরে গেলেও ভুলতে নাহি পারি!
তোমার ভালোবাসায় নামে স্বর্গ
আমার অগাধ ভালোবাসায়ও আছে
নিবেদিত মহা অর্ঘ।
তোমার অবহেলায় কষ্টের পাহাড়
আমার আপাদমস্তক নিষ্পেষিত
ভেঙ্গে টুকরো টুকরো চুরমার!