কলমে: কামরুন নেসা লাভলী
আমি ভালোবেসে পার্বতী হয়েছি
তুমি দেবদাস হতে পারো নি
আমি তো জুলিয়েট হয়ে তোমার - ই
বিমুগ্ধ প্রেমে জীবন্ত কবর বাস করছি
তুমি রোমিও হতে পার নি
আমি তো শিরিন হয়ে তোমার -ই নামের মালা
জপতে জপতে হয়েছি ব্যাকুল
কিন্তু তুমি কেন ফরহাদ হলে না ?
আমি রজকিনী হয়ে
ইতিহাসে করে নিয়েছি জায়গা
কিন্তু দূর্ভাগ্য তুমি চন্ডীদাস ও হলে না
আমি লাবণ্য হয়ে সয়েছি কঠিন আঘাত
তুমি অমিত ও হলে না
আমি লাইলী হয়ে তোমার দুঃখ মুছতে চেয়েছিলাম
হয়তো ছিল না সুখ তা -ই
তুমি মজনু ও হতে পারনি
আমি রাধা হয়ে বৃন্দাবনে তোমার-ই প্রতিক্ষায়
গুনেছি এক একটি প্রহর - কেন তুমি
কৃষ্ণ ও হতে পারনি ?
আমি বনলতা সেন হয়ে দীর্ঘ প্রতিক্ষার পর
তোমার অবসাদ দূর করতে চেয়েছি
কিন্তু তোমার প্রিয়তম
হওয়া ও হলো না।।