কলমে: ফরিদ আহমদ ফরাজী
==================
কারোর স্বপ্ন ব্যারিস্টারি পড়বে বিলেতে
আমার স্বপ্ন মাছের সাথে খেলবো ঝিলেতে।
পাইলট হয়ে উড়বে তুমি, দেশ- বিদেশে ঘুরবে
মনটা আমার পাগলপারা মেঘের ডানায় উড়বে।
পাখ- পাখালির সাথে আমি কিচির মিচির গাইবো
সূর্যতাপে বিলের জলে ডানা ঝাপটে নাইবো।
নাবিক হওয়ার ইচ্ছে তোমার মনের খাচায় বন্দী?
গাঙচিলেদের সাথে আমি করছি ঘোরার সন্ধি।
শ্যামল সবুজ, বন-বনানী পাহাড় -শৈল- গিরি
মনটি আমার ঊর্ধে ওঠে বেয়ে আলোর সিঁড়ি।
ঝর্ণা হয়ে ঝরবো এবং খেলবো হেসে হেসে
ক্লান্তদেহে বসবে তুমি আমার কিণার ঘেষে।
কৃষি কর্মকর্তা হওয়ার ইচ্ছা ছোট্টকালে
আমি তথা ডাহুক হয়ে ডাকছি ধানের আলে।
ইচ্ছে তোমার ট্রেন চালাবে,ঝক ঝকা ঝক ঝক
আমায় দেখবে পুলের উপর একটি সাদা বক।
বকের সাথে ধরবো পুঁটি কেউ পাতিসনে ফাঁদ
কাদামাটি গায়ে মেখে ওড়ার বড়ো স্বাদ।
হয়তো কারোর স্বপ্ন আছে ব্যবসা করবে ঢের
আমার স্বপ্ন উপকারে আসবো মানুষের
খেজুরগাছের রসের হাড়ি হতে যদি পারি
আর দেরী নয়,শহর ছেড়ে আসো আমার বাড়ি
রসের হাড়ি চুমক দিয়ে তৃপ্তি যদি পাও
তোমার মনের ভেতর থেকে শুকরিয়া জানাও।