ধীরে ধীরে একদিন তুমিও ভুলে যাবে আমায়!
আমার জন্য তোমার এই মায়া, এই ভালোবাসা।
একদিন কিছুই থাকবে না।
আমার জন্য অবশিষ্ট কিছুই রাখবে না।
হয়তো আমিও সেদিন নিজেকে,,
মানিয়ে গুছিয়ে নিতে গিয়ে,,
বাকরুদ্ধ হয়ে দিশেহারায়ে, তোমার সাথে,,
পথ চলাপূর্বের পথের বাকের!
ছায়া তলে, অবশিষ্ট তোমার পায়ের ছাপ খুঁজবো!!
হয়তো সেদিন তোমার প্রতি,,
আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে!
শুধু তোমার সাথে কাটানো, প্রতিটি মধুর স্মৃতি,,
ছড়িয়ে ছিটিয়ে থাকবে আকাশে বাতাসে!
তবু তোমায় স্বপ্ন ভেবে অন্তরের যাত্রা পথে,,
গেঁথে রাখবো, চিরদিন ভর!!
শুধু আকর্ষণে নয়,, হৃদয়ের বন্ধনে,,
নিভৃতে গড়ে উঠবে,, আমার হা, হাকার বুকে,,
এক নতুন মানে!
আমার সাথে সবসম্পর্ক বিচ্ছেদ করে দিয়ে,,
আমায়কঠিনতম সাজা দিয়ে দিও!
তোমার চির বিদায়।।