কলমে: দেবিকা রানী হালদার।
কোন কোলাহল পূর্ণ জায়গা
এখন আর ভালো লাগে না,
আগের সেই চঞ্চলতা নেই জীবনের
কিছু পেতে আগের মতো বাসনা জাগে না!
তোমার হৃদয় আঙ্গিনায় আমি নই কেউ
সেই তরতাজা ফুটন্ত গোলাপ কুড়ি,
অস্তিত্ব রহিত আমি বড় বেমানান
সোনালী জীবন শেষের এক, কুড়িতে বুড়ি!
ব্যর্থতা বিচ্ছেদ প্রতারণা বিষাদে ডিপ্রেশনে আজ
জীবন কত সুন্দর বুঝতে বুঝতে হলো শেষ,
আজ আর কাজল দেই না, লিপস্টিকহীন ওষ্ঠ,
বিদেশি কসমেটিক খুঁজি না দোকানে, বাধি না আগের মতো কেশ!
জীবন বড় অসহায় ক্ষয়িষ্ণু গোধূলি কালে
নিজেকে নিশিতে একদম একা মনে হয়,
কি ভাবে কেটে গেলো এতগুলো বছর
তুমি আমি, তুমি বিনে আমি, জীবনের ক্ষয়!