প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৬:৫৪ এ.এম
কবিতা: দাদুর আশিস!
কলমে: সাদিয়া আক্তার দীঘি
=================
দাদু তুমি জ্ঞানের সাগর
অথৈ তোমার তল,
আমি তোমার ছোট্ট দিঘি
এক হাঁটু মোর জল।
তোমার স্নেহ পরশ লাগি
মন মোর চঞ্চল,
তোমার দোয়া বাড়ায় আমার
দেহ মনের বল।
তুমি থেকো মাথার উপর
আপন জনের মতো,
চলার পথের পথ দেখিয়ো
অবিরাম অবিরত।
বুক ভরা ভালবাসা
শুধুই তোমার জন্য
তোমার মত দাদু পেয়ে
সত্যিই আমি ধন্য!
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com