কলমেঃদিলরুবা
পুতুল পুতুল সোনা মানিক
খাচ্ছে বসে ননী,
নানান রকম কথা বার্তা
শুধায় পুতুল মণি।
ছোট্ট সোনা আদুরিণী
আধো আধো ব্যথা,
পুতুল বিয়ে দিবে বলে
মুখ বাঁকিয়ে কথা!
আলোক ঝরা শীতের রাতে
পুতুল বিয়ে হবে,
দিন তারিখ হিসাব করে
কথা দিবে তবে!
ছোট্ট সোনার অবুজ মনে
কিযে কষ্ট তাঁর,
পুতুল বিয়ে হবে বলে
চোখে লাগে ভার।