কলমে: এইচ এম রানা
আলু পটল তরকারি,
দাম বেড়েছে সরকারি।
ঝাল এখন চারশ টাকা,
গরিবের পকেট ফাঁকা।
বেগুন হলো একশ বিশ,
কেমনে খাবি বড় ফিশ।
ইলিশ ছিলো সাধের মাছ,
খাচ্ছে শুধু রাজার রাজ।
ডিমে এখন আগুন জ্বলে,
ডিমের কথা কেমনে ভুলে।
চাউল ডাউল যায় না চেনা,
দামের জন্য যায় না কেনা।
হাঁস মুরগীর মাংস,
সব আজ ধ্বংস।
গরুর মাংস যায়না কেনা,
খাসির গোশ খাবে ভোনা।
বাজার গেলে মাথায় হাত,
বাহানা করছে পাঁচ সাত।
গিন্নি করে ঘ্যানর ঘ্যান,
বাজার থেকে আনো পান।
সিন্টিকেটের ভাঙ্গো তালা,
ক্রেতাদের অনেক জ্বালা।