বিশ্ব নামে পাঠশালে ভাই
শিখছি কত কিছু,
জ্ঞান -গরীমায় হইলে মহান
কর্ম তার যে পিছু।
চারিদিকে জ্ঞানের আলো
পিদিম পিদিম জ্বলে,
আঁধার এলো কোত্থেকে আজ
খুন-জখম হয় তলে।
বুকে-ব্যথা আর সহে না
বাঁচাও দেশটা আজি,
বিবেক-বুদ্ধি জলাঞ্জলি
দিচ্ছে মানব পাজি।
স্বার্থের তরে অগ্নিসংযোগ
দেয় বিরোধীর ঘরে,
লক্ষ্য হারায় দূর-ভবিষ্যত
শিশু -কিশোর ডরে।
জ্ঞান -পাপীরা নয়ন -মুদে
করছে ছলা জানি,
সকল সম্পদ নিঃশেষ হলে
টানবে দুখের ঘানি।