এক সমাজে হয়েছে বড়
এক পুকুরে নাওয়া
একই সাথে পড়ছে তারা
একই সাথে খাওয়া।
খেলেছে সবাই একই মাঠে
সকাল সন্ধ্যা বেলা
আনন্দে কাটাইছে দিন
নেইতো কোন হেলা।
গায়ের রং ভিন্ন হলেও
রক্তের রং লাল
এনিয়ে দ্বিমত নেই
ছিলনা কোন কাল।
সবাই আমরা মাটির তৈরি
এক আদমের সন্তান
ধর্ম নিয়ে বিবেধ সৃষ্টি
ধর্মে নাই স্থান।
সৃষ্টিকর্তা সবারই এক
এতেও দ্বন্ধ নাই
এক বিধাতার রিজিক আমরা
সব মানুষ’ই খাই।
ধর্মের নামে ধর্ম নিয়ে
কেন বাড়াবাড়ি
কেন ধর্মের নামে ইজ্জত নিয়ে
করছো কাড়াকাড়ি?
গায়ে তাদের নেইতো লেখা
কোন ধর্মের নাম
কেন ধর্মের নামে হিংসা বিদ্বেষ
ছড়াও সারাক্ষণ?
জন্মেনাতো কোন মানুষ
ধর্মের নাম নিয়ে
বিবেধ সৃষ্টি করছো কেন
ধর্মের দোহাই দিয়ে?