কলমে: মায়া পারভীন
তিন কাপড়ে পুরুষ বিদায়,
পাঁচ কাপড়ে নারী,
কিসের এত বাড়াবাড়ি,
কিসের ছলচাতুরি।
কিসের জন্য অন্যের হক,
করছি কাড়াকাড়ি,
কিসের জন্য নিত্য
এতো করছি বাহাদুরি।
কিসের জন্য নিজের রক্ত
দিচ্ছি দূরে সরে,
কিসের জন্য জায়গা জমি
নিচ্ছি নিজের করে।
সাড়ে তিন হাত মাটি
আছে কি এই তাকদিরে?
একটু ভেবে স্থির করে নিও,
ভালো-মন্দ হৃদয় গভীরে।
একই জায়গায় যেতে হবে
কেন করি বিভেদ,
সে জায়গার ভয় কি কভু,
হয় না কখনো প্রাণেত।
এই দুনিয়ার লোভ লালসা,
শয়তানেরই ধোঁকা,
শয়তানেরই ফাঁদে পরে
হচ্ছি মোরা বোকা।
এই পৃথিবীর মায়ায় পড়ে,
আছি যারা আজও,
পরকালে নেয়ামত খোদা
রেখেছেন সকলমনে বোঝো।
এই পৃথিবীর জোর দখল,
ভোগ বিলাসী,সবই হবে পর,
ওই অন্ধকার কবর ঘরে,
থাকতে হবে অনন্ত প্রহর।
কেউ হবে না সঙ্গের সাথী,
আমলনামা ছাড়া,
অন্ধকার ঘরে জ্বলবে বাতি
থাকলে সাথে ভাড়া।