রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

কবিতা: নশ্বর অস্থায়ী ভূমি

Coder Boss
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪২ Time View

কলমে: শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)

ভবে চিরবুকে কিঞ্চিৎ তথা চিরস্থায়ী নহে,
ক্ষমতা – যশ – খ্যাতি তব নিশ্চিত আমাদের কাঙ্খিত মৃত্যু!
নিশ্চিত অপেক্ষারত কবর – হাশর – পুলসিরাত…

অব্দি’র পর, পার হবে শতাব্দী, আমাদের স্ব – স্ব কর্মফল দেখে!
নিশ্চিত মৃত্যু যেনেও, এপিঠ ঘর ওপিঠে শ্মশান অতঃপর…
মৃত শরীরের পোড়া গন্ধ, চারিদিকে বায়ুতে মিশেছে মস্তিষ্কের কটকট শব্দ!

পরজীবন অনন্তকাল কীভাবে কাঁটবে লম্বা দিনগুলো…
পাপ – পূণ্য হরিখেলায় আমি কী স্বর্গ – নরকের ভরাডুবিতে বিলীন হবে আমাদের আত্মা!

সমাজের অবক্ষয়
শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)

আগের মতো নেই আর সংস্কৃতি-মূল্যবোধের ভীড়,
চারপাশ বসবাস হিংসার রাজ্যে প্রাসাদে প্রাচীর।
যুগ-যুগে বিবর্তনে সম্মানহানি অশ্লীলতার ছড়াছড়ি,
আদব-কায়দা নেই, হারিয়ে গেলো কথার ফুলঝুরি।

এক কাপ চায়ে পরিবারের কত গল্প কিচ্ছা হতো,
আধুনিকতার নামে বিচ্ছিন্ন সবি জাতি বেশ বিব্রত।
লাজ-লজ্জা ইজ্জতভ্রষ্ট বেসামাজিক আমাদের সমাজ,
অপরাধ-অপকর্ম বেড়েই চলছে, মানুষ মুখোশের ভাঁজ।

মুখোশের ভাঁজে চেনা মুশকিল কে? গুণী আর খুনি,
খুনি সমাজে গুণী, শুনামে ছড়াছড়ি চারদিকে শুনি।
নিরপরাধী কারাগারে, অপরাধী ছাড় পায় টাকার জোরে,
জ্ঞান-বিচার-সুশাসন নেই, আমাদের সুশীল সমাজ বা ঘরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102