কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
জীবন শুরু হলো আমার বাবার বাড়ী থেকে
বাবা তখন গুরুজন যখনতখন বকে,
বাবা যখন বুকে টেনে আদর করতো বেশ
বলতাম আল্লাহ এ জীবনটা কর নাকো শেষ!
বাবার বাড়ী এমনি করে কৈশোর শেষ হলো
ষোলোতে পা দিতেই আমার বাবা মারা গেলো!
ভাইয়ের বাড়ী হলো তখন বাবার বাড়ী খান
বাইরে গেলে পাহারা দেয় আমার ভাবীজান।
আমি নাকি উড়ানচন্ডী যায় না ঘরে রাখা,
আধা বুড়োর সাথে বিয়ে হয়ে গেলো পাকা!
ভাইয়ের বাড়ী ছেড়ে এলাম স্বামীর বাড়িতে
বুড়ো স্বামী পেলেও পেতাম তিনবেলা খেতে।
পঁচিশ বছর বিয়ের জীবন স্বামী গেলো মারা
পেটের ছেলে বিয়ে দিয়ে হলাম সর্বহারা!
থাকি তখন ছেলের বাড়ী আমিতো কেউ না
বাকী যেটুকু অধিকার সবটুকু বৌমা!
আস্তে আস্তে ছেলে বউয়ের হ'য়ে গেলাম বোঝা
আমার জন্য শুরু হলো বৃদ্ধাশ্রম খোঁজা!
বাপের বাড়ি , ভাইয়ের বাড়ি, আমার বাড়ি কই?
স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, আমিতো কেউ নই!
জীবন নারীর দিলে প্রভু সত্যি একখান জবর
নিজ বাড়ী দিলে নারীর সাড়ে তিন হাত কবর!